কেশবপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ।

স্টাফ রিপোর্টার
0

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত শিশুদের চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, শিশুদের অংশগ্রহণে আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে যশোরের কেশবপুর উপজেলা পাবলিক ময়দান শেখ মিনি রাসেল স্টেডিয়ামে কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার সন্ধায় মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট নিরবতা পালন করা হয়।  বুধবার(২১ ফেব্রুয়ারী) রাত ১২টা ১ মিনিটের একুশের প্রথম প্রহরের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছিলেন বাংলার সূর্যসন্তান সালাম, বরকত, রফিক, জববারসহ নাম না জানা অনেকেই।

আর্তত্যাগের হিমায় স্বরনিয় এই দিনটি শ্রদ্ধা-স্মরণের মাধ্যমে শুরু হয় বুধবার (২১ ফেব্রুয়ারী) শহীদ মিনারে নামে মানুষের ঢল। নানা শ্রেণী পেশার মানুষ গভীর শ্রদ্ধায় স্মরণ করে সেইসব শহীদদের যারা ভাষার জন্য উৎসর্গ করেছেন প্রাণ। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করে ভাষা শহীদদের স্মরণে প্রতি বছরের মতো এবারও সন্ধ্যায় আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ৯০ যশোর-৬ কেশবপুর সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম এমপি উদ্বোধন করেন। 

রাত ১২টা ১ মিনিটের একুশের প্রথম প্রহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।তার পর এক এক উপজেলা প্রশাসন, কেশবপুর থানা, পল্লী বিদ্যুৎ কেশবপুর জোনাল অফিস, কেশবপুর আনছার ও ভিডিপি, উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামীলীগের কেশবপুর উপজেলা শাখা ও সহযোগী সংগঠন, কেশবপুর ন্যাশন্যাল প্রেস সোসাইটি, কেশবপুর প্রেসক্লাব, কেশবপুর নিউজ ক্লাব, উপজেলা প্রেসক্লাব, খেলাঘর কেশবপুর, বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

বুধবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন-এর সভাপতিত্বে এবং শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডু ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা সৎস্য কর্মকর্তা সজিব সাহা। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা এস,এম তৌহিদুজ্জামান, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম রুহুল আমিন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের  অধ্যক্ষ আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মাহমুদা আক্তার।

 শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে আলোচনা করে, মোঃ মোছাল্লিক সানা, খাজিদা সুলতানা জিম, বুশরা ইবনাত, আনিকা জামান প্রাপ্তি।  প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দরা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে পুরস্কার তুলে দেন।

কোরআন তেলাওয়াত করেন, কেশবপুর উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম মাওলানা মোঃ আব্দুর রহমান ও গীতা থেকে পাঠ করেন, ভালুকঘর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাসুদেব সেনগুপ্ত।

এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সূধীমহল  উপস্থিত ছিলেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)