সাহিত্যাকাশে উজ্জ্বল জ্যোতিষ্ক মুহম্মদ শফির ৬৫তম জন্মবার্ষিকী উদযাপন কাল।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে সাহিত্যাকাশে উজ্জ্বল জ্যোতিষ্ক মুহম্মদ শফির ৬৫তম জন্মবার্ষিকী উদযাপত হবে কাল ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এ উপলক্ষে কেশবপুর পৌরসভার ভবানীপুরের নিজ কবিবাড়িতে এক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকা ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রফেসর, সামাজিক-সাহিত্যিক-সাংস্কৃতিক সংগঠক ও গবেষক, কবি, বাংলাদেশ বেতার ও বিটিভি-কথক, গণহত্যা ও মুক্তিযুদ্ধ-গবেষক এবং জীবনজাগরণদীপ্ত সঙ্গীতশিল্পী ও ধানফুল সাহিত্য গোষ্ঠীসহ অসংখ্য সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি ড. সন্দীপক মল্লিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক, লেখক, গবেষক ও কবি অ্যাসোসিয়েট প্রফেসর ড. ইবাইস আমান।

অনুষ্ঠান উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম এবং সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খান। যাকজমকপূর্ন অনুষ্ঠানে আটজন গুণীজনকে "কবি মুহম্মদ শফি স্মারক" সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছেন এই উজ্জ্বল জ্যোতিষ্ক কবি।

Post a Comment

0Comments
Post a Comment (0)