"আজ থেকে কেশবপুর মুক্ত হলো"কেশবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রথমে মা-বাবার কবর জিয়ারত এবং বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন।

স্টাফ রিপোর্টার
0

পরেশ দেবনাথ, কেশবপুর যশোর, দৈনিক সারা দুনিয়া।


যশোর-৬ কেশবপুর আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ (খন্দকার আজিজ) নির্বাচিত হয়ে প্রথমে তিনি তাঁর পিতা-মাতার কবর জিয়ারত করেন।

সোমবার (৮ জানুয়ারি) সকালে তার সহপাঠীদের নিয়ে পিতা-মাতার কবর জিয়ারত করার পর গোপালগঞ্জের টুৃঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

এসময় তাঁর সঙ্গে ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সিনিয়র সদস্য মেহেদী হাসান জাহিদ, শাহিনুর রহমান, আব্দুল মোমিন-সহ অনেকে।

সংসদ সদস্য হিসাবে ঘোষনার পর তিনি কেশবপুরবাসীকে জানান, "আমাকে আপনারা স্যার বলে ডাকবেন না, বরং ভাই, ভাইপো যার যে পরিচয় হয় তিনি সেভাবেই ডাকবেন।" আমি ছেলে মানুষ আমাকে এমপি স্যার বলে লজ্জা দিবেন না। আপনারা আমাকে অতি শ্রদ্ধার সাথে ভালবেসে কেশবপুরের এমপি বানাবেন আমি কল্পনাও করতে পারি নাই।

 আমি জানি, আজ ১৭ বছর ধরে কেশবপুর উপজেলা থেকে কেউ সংসদ সদস্য হিসাবে নির্বাচিত না হতে পারায় মনে মনে চিন্তা করেছিলাম কেশববাসীকে ভালবাসার মধ্য দিয়ে উপজেলাকে গড়তে হবে, দুঃশাসনের হাত থেকে রক্ষা করতে হবে এবং কেশবপুরবাসী আপনারাও একই চিন্তা করেছিলেন ফলে এটা সম্ভব হয়েছে। 

আমার জন্য আপনারা দোয়া করবেন এবং পাশে থেকে পরামর্শ দেবেন যেন আপনাদের মনের আশা পুরণ করার চেষ্টা করতে পারি। 

আজকের এ বিজয় আমার নয়। এ বিজয় কেশবপুরের খেটে খাওয়া মানুষের, যুবসমাজের, ছাত্র-ছাত্রীদের, এই পদ কেশবপুরের সমস্ত শ্রমিকদের, কেশবপুরবাসীর। যারা আপনাদের কষ্ট দিয়েছে তাদের আপনারা মাফ করে দিবেন। আজ থেকে কেশবপুর মুক্ত হলো।

Post a Comment

0Comments
Post a Comment (0)