সকলের সহযোগিতায় কেশবপুরের মানুষের জন্য কাজ করতে চাই"/ এমপি আজিজুল ইসলাম।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।

কেশবপুরের নবনির্বাচিত এমপি মহোদয়ের উদ্যোগে কেশবপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল নব নির্বাচিত এমপি আজিজুল ইসলাম বলেন 

আমি

"সকলের সহযোগিতায় কেশবপুরের মানুষের জন্য কাজ করতে চাই"।

সাদেক পরিবারের সাথে আমার ঘনিষ্ঠতা আছে। সাবেক সফল শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেক-এঁর সহধর্মিণী সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী মরহুমা ইসমাত আরা সাদেকে-এর অনেক দোয়া আমার উপর আছে। এতদূর আসার পিছনে যারা আমাকে উৎসাহ দিয়েছেন, ভ্যান চালক, চায়ের দোকানদাররা, শ্রমজীবীরাসহ সর্বস্তরের জনগণ আমি তাদের প্রতি ঋণী এবং কৃতজ্ঞ। ভেদাভেদ ভুলে যেয়ে আসেন আমরা সকলে কেশবপুরের উন্নয়নের জন্য কাজ করি। 


রবিবার (২১ জানুয়ারি)  বিকালে এ.এস.এইচ.কে সাদেক অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্জ হাসান সাদেক-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে স্মৃতিচারণ করেন, জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সংসদ ও যশোর -০৬ কেশবপুর আসনের সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম (খন্দকার আজিজ)। 

আওয়ামীলীগ নেতা শিক্ষক আব্দুল আহাদ-এর পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামিলীগের সদস্য আলহাজ্জ হাসান সাদেক। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নাসিমা সাদেক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক জেলা পিপি এ্যাড.রফিকুল ইসলাম পিটু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু। দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওলানা খলিলুর রহমান।

উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আলতাফ হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক জি এম হুসাইন, সাবেক চেয়ারম্যার সামছুদ্দিন দফাদার, শিক্ষক বজলুর রহমান, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহস্রাধীক নেতৃবৃন্দ।

 উল্লেখ্য, সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ২০২০ সালের ২১ জানুয়ারী বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)