পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুর চারুপীঠ একাডেমির দ্বারা পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারী) সকালে পৌর শহরের চারুপীঠ কার্যালয়ে ৩১ সদস্য বিশিষ্ট ওই পরিচালনা পরিষদ গঠন করা হয়।
কেশবপুর চারুপীঠ একাডেমির প্রধান পৃষ্ঠপোষক, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক রেজাউল ইসলাম, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর দত্ত, আল আমিন মডেল একাডেমি'র সহকারী প্রধান শিক্ষক সাহা বৈদ্য নাথ, ভাল্লুকঘর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিকাশ কুসুম পাল, মাগুরাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শংকর প্রসাদ দাশ ও শ্রাবন্তী রায়, মৌসুমি সরকার, জুলফিকার আলী, বিশিষ্ঠ চিত্রশিল্পী মলয় বিশ্বাস, সাগর চ্যাটার্জি, শ্রাবণী সাহা প্রমুখ।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ফুলতলা জামিরা কলেজের সহকারী অধ্যাপক, কবি ও সাহিত্যিক তাপস মজুমদারকে সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক উৎপল দে-কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ২ বছরের জন্য চারুপীঠ একাডেমির পরিচালনা পরিষদ গঠন করা হয়।
উল্লেখ্য, চারুপীঠ একাডেমি ২০১৩ ইং সাল থেকে সুষ্ঠু -সুন্দর পরিবেশে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এবং পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ দ্বারা সুচারুভাবে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে চিত্রাংকন, কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য, সুন্দর হাতের লেখা ও তবলা বিষয়ে চার শতাধিক শিক্ষার্থী এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করছে।
বিকালে চারুপিঠ একাডেমির আর একটি নুতন শাখা বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ে খোলা হয়েছে এবং এই নতুন কেন্দ্রের শুভ উদ্বোধনসহ ভর্তি কার্যক্রম শুরু করা হয়।