বাংলাদেশ সরকারের সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-এর চতুর্থ মৃত্যু বার্ষিকী।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ,  কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


আজ রবিবার (২১ জানুয়ারী) কেশবপুর গড়ার রূপকার ৯৬-এর আওয়ামী লীগ সরকারের সফল শিক্ষা মন্ত্রী প্রয়াত আবু সারাফ হিজবুল কাদের সাবেক (এ এস এইচ কে) মহোদয়ের সহধর্মিণী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-এর চতুর্থ মৃত্যু বার্ষিকী।

এ-উপলক্ষ্যে কেশবপুরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে রবিবার ২১ জানুয়ারি বিকাল তিনটায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন ইসমাত আরা সাদেক-এর স্নেহধন্য কেশবপুরের নব নির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলাম। 

উল্লেখ্য, ইসমাত আরা সাদেক ২০২০ সালে ২১ জানুয়ারী বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি ১৯৪২ সালের ১২ ডিসেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৬ সালে বগুড়া ভিএম গার্লস স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন ও ১৯৫৮ সালে ঢাকার হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।

তিনি ১৯৬০ সালে ঢাকার ইডেন কলেজ থেকে স্নাতক করেন। ১৯৯২ সালে তিনি ও তার স্বামী এএসএইচকে সাদেক আওয়ামী লীগে যোগ দেন। ইসমত আরা সাদেকের স্বামী এএইচকে সাদেক সাবেক শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। সাবেক এই সচিব আওয়ামী লীগ থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। 

Post a Comment

0Comments
Post a Comment (0)