পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে লরি-পিকাপ সংঘর্ষে দুই চালক আহত হয়েছে। আহতরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, কেশবপুরে সোমবার বিকেলে (২৮ জানুয়ারী) তেলবাহী ট্রাক (রুহুল ফিলিং ষ্টেশনের) খুলনার লরি-পিকাপ সংঘর্ষে একটি তেলবাহী ট্রাক খুলনার দৌলতপুর তেলের ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ায় যাওয়ার পথে যশোর-সাতক্ষীরা সড়কে কেশবপুর পৌর সদরের মধ্যকুল খানপাড়ার সামনে পৌঁছালে ওই তেলের লরির পেছনের ডান পাশের ১টি টায়ার বাষ্ট হয়ে নিয়ন্ত্রন হারিয়ে যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী অপর একটি পিয়ারা বোঝাই পিকাপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকাপটি দুমড়ে-মুচড়ে রাস্তার উত্তর পাশে অবস্থিত ডাক্তার আনোয়ার হোসেনের বাড়ির পাচিলে আঘাত খায়। এতে পিকাপ চালক গুরুতর আহত হলে তাকে পথচারীরা দ্রুত উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে। এতে পিকাপে থাকা পেয়ারা রাস্তায় ছড়িয়ে পড়ে। পিকাপ গাড়ীর নাম্বার- ১১-২০৯৫। এসময় লরির চালক সামান্য আহত হয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। লরির নাম্বার-কুষ্টিয়া-ঢ-৪১-০০২৬। এরিপোর্ট লেখা পর্যন্ত লরি ও পিকাপ চালকেট নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।