কেশবপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ববধানে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেখ রাসেল মিনি স্টিডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন-এর সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু-এর সঞ্চালনায় বুধবার (৩১ জানুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, কেশবপুর উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব কাজী রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু প্রমুখ।
মেলায় বিভিন্ন স্কুলের ১৫ টি স্টল বসেছিল। প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।