পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুর উপজেলার পাঁজিয়া, নারায়ণপুরসহ বিভিন্ন এলাকায় পথসভা শেষে নারায়ণপুর বাজারে কাঁচি প্রতিকের অফিস উদ্বোধন করা হয়।
শনিবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার নারায়ণপুর বাজারে কাঁচি প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধনকালে প্রধান অতিথি কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার হোসাইন মোহাম্মদ ইসলাম বলেন, ভিন দেশি লোকের দ্বারা আমরা শোষিত নির্যাতিত। যে কারণে আমরা চাই কেশপুরের লোক এমপি হোক। আজ আমাদের সে আশা পূরণ হতে চলেছে। একারণে আমি দলীয় মনোনয়ন কিনেও আমির হোসেনকে সমর্থন করে নির্বাচন থেকে সরে এসেছি। আজ কেশবপুরে শিক্ষা প্রতিষ্ঠানে একটি পিয়নের চাকরি নিতে দলীয় লোকদের কাছ থেকে ১৫/১৬ লাখ টাকা দিতে হচ্ছে। কেশপুরের উন্নয়নের টাকায় হরিলুট হচ্ছে। তাই আমি লুটেরাকে বাদ দিয়ে কাঁচি প্রতিককে সমর্থন দিয়ে মাঠে নেমেছি। কেশবপুরকে বাঁচানোর স্বার্থে আসুন আমরা দলমত নির্বিশেষে উপজেলা পরিষদের দুইবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এইচ,এম আমির হোসেনকে কাঁচি মার্কা প্রতীকে ভোট দিয়ে দূর্নীতির হাত থেকে কেশবপুরকে রক্ষা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায় বলেন, জাতীয় সংসদের উপনির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে এসে বিভিন্ন পথসভায় বলেছিলেন, আপনারা ঘরের দরজা খুলে ঘুমাবেন। তিনি নির্বাচিত হবার পর ফলাফল হলো উল্টো। আমরা দেখলাম ছিচকে চোরের উপদ্রব বৃদ্ধিসহ অজ্ঞান পার্টির তৎপরতা বেড়ে গেল। সদর ইউনিয়ন নির্বাচনে আমাকে কি করেছেন তা আপনারা ভাল জানেন। মূলত তিনি এখানে এসেছেন ব্যাবসা করতে। তার চাটুকারিতা জনগণ বুঝে গেছে। তাই কেশবপুরকে বাঁচাতে কাঁচি প্রতীকে জনগণ ঝুকে গেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কাঁচি প্রতিকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, তবিবুর রহমান প্রমুখ। সভা শেষে কাঁচি প্রতীকের সমর্থকদের একটি বিশাল মিছিল বাজার প্রদক্ষিণ করে।