পবিত্র কোরআন অবমাননা ও পোড়ানো নিষিদ্ধ করণে কঠোর আইন পাস করেছে ডেনমার্ক।

স্টাফ রিপোর্টার
0

 

ধর্ম ও ইসলাম, আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক সারা দুনিয়া।


মুসলিম দেশগুলোর ক্ষোভের প্রেক্ষাপটে পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করেছে ডেনমার্ক।

 বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে আইনটি পাস হয়। মুসলিম দেশগুলোর ক্ষোভের প্রেক্ষাপটে দেশটি এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

এই আইন পাসের পর কেউ পবিত্র কোরআন পোড়ালে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। আর অপরাধীকে সর্বোচ্চ দুই বছরের সাজা ভোগ করতে হবে। পাশাপাশি জরিমানাও করা হবে। খবর বিবিসির

গত বৃহস্পতিবার আইনটি পাসের আগের ডেনমার্কের পার্লামেন্টে ভোটাভুটি হয়। তীব্র প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ভোটাভুটিতে ৯৪ জন সংসদ সদস্য আইনটির পক্ষে ভোট দেন। অপরদিকে আইনের বিপক্ষে ভোট পড়ে ৭৭টি।

আইন পাসের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক মন্ত্রী ইনগার স্টোইবার্গ বলেছেন, এই আইন মতপ্রকাশে স্বাধীনতা হরণ করবে। সূত্র: আন্তর্জাতিক ডেস্ক।

Post a Comment

0Comments
Post a Comment (0)