পাঁজিয়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে মহান বিজয় দিবস পালন।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে কেশবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মত পাঁজিয়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে সকল শহীদদের এবং জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তান বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

পাঁজিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে। শহীদের আত্মার শান্তি কামনা করে ১মিনিট নিরবতা পালন, আলোচনা সভা, কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন করা হয়। 

পাঁজিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সাত্তারেরর সঞ্চালনায় মহান বিজয় দিবস সম্পর্কে আলোচনা করেন, সহকারী অধ্যাপক অনুকূল চন্দ্র মণ্ডল, সুব্রত বসু, আলী আব্বাস, তাপস বিশ্বাস, দেবাশীষ সরকার প্রমূখ। সব শেষে বিএম ও সাধারণত শাখার শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ভলিবল টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)