পরেশ দেবনাথ, ভ্রাম্যমান প্রতিনিধি , দৈনিক সারা দুনিয়া।
যশোরের বেনাপোল স্থলবন্দরের সম্মেলন কক্ষে ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবসর (১৮ ডিসেম্বর) বেনাপোল স্থলবন্দরের সম্মেলন কক্ষে "বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২০২৪ এবং জাতীয় শুদ্ধাচার কৌশল, ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়ন, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও তথ্য অধিকার পরিকল্পনা" শীর্ষক ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে বেনাপোল স্থলবন্দরের ২০ জন কর্মকর্তা/কর্মচারী অংশগ্রহণ করেন। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ জিল্লুর রহমান চৌধুরী স্যার প্রধান কার্যালয় হতে অনলাইনে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রশিক্ষণের রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও এপিএ টিম-এর ফোকাল পয়েন্ট জনাব মোঃ হাসান আলী এবং সহকারী পরিচালক (ট্রাফিক) জনাব মোঃ আনিসুর রহমান। জনাব রাশেদুল সজিব নাজির প্রশিক্ষণ কোর্স কো-অর্ডিনেটর এর দায়িত্বে ছিলেন এবং মোঃ রেজাউল করিম, পরিচালক (ট্রাফিক) অঃ দাঃ বেনাপোল স্থলবন্দর, যশোর কোর্স পরিচালকের ভূমিকায় ছিলেন।