কেশবপুরে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন।

স্টাফ রিপোর্টার
0

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুর উপজেলার গৌরীঘোনা ও মঙ্গলকোট ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করেছেন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মহিতোষ কুমার রায়। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে এবং ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির সহায়তায় তিনি এ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে দুপুরে গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সচিব মোখলেছুর রহমান-এর সাথে গ্রাম আদালতের সুবিধা, গ্রাম আদালতের এখতিয়ার, আদালত গঠন, আদালত গঠনের প্রক্রিয়াসহ প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি কয়েকটি মামলার নথি সংরক্ষণ দেখে সন্তোষ প্রকাশ করে গ্রাম আদালত আইন ও বিধি অনুযায়ী পরিচালনা, মামলার নথি ও সকল রেজিস্টার আপডেট এবং ইউনিয়নে ছোটখাটো বিরোধগুলি গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তির আহ্বান জানান।

এর আগে তিনি উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিদর্শন করে ইউপি সচিব সজল মজুমদারকে পরামর্শ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কেশবপুর উপজেলা কো-অর্ডিনেটর মোস্তাক আহমেদ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যসহ গ্রাম পুলিশগণ।

Post a Comment

0Comments
Post a Comment (0)