পরেশ দেবনাথ, ভ্রাম্যমান প্রতিনিধি, দৈনিক সারা দুনিয়া।
মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে বেনাপোল স্থলবন্দর কতৃপক্ষের আয়োজনে সকল শহীদ ও জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মোঃ রেজাউল করিম, পরিচালক (ট্রাফিক) অঃ দাঃ বেনাপোল স্থলবন্দর, যশোর জানান, ১৬ ডিসেম্বর "মহান বিজয় দিবস-২০২৩" উদযাপনে বেনাপোল স্থলবন্দরের দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে বন্দর রেস্ট হাউজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, বন্দর আবাসিক এলাকা হতে বিজয়র্্যালীসহ যাত্রা করে কাগজপুকুরে গিয়ে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন,
বন্দর আবাসিক এলাকায় বন্দরের কর্মকর্তা/কর্মচারী, এপিবিএন, আনসার ও সিকিউরিটিদের জন্য বিশেষ আপ্যায়নের (খিচুড়ি) ব্যবস্থা, মুক্তিযুদ্ধ ভিত্তিক বিশেষ ভিডিও ডকুমেন্টরী প্রদর্শন, বন্দরের কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, বাদ আসর বন্দর আবাসিক ও ব্যারাক মসজিদে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ
মোনাজাত/দোয়া এবং রাতে ব্যাডমিন্টন প্রতিযোগিতা আয়োজন। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে ২ ((দুই) দিনব্যাপী বন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন, রাজস্ব ভবন ও বন্দর রেস্ট হাউজ ভবনে আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
মহান বিজয় দিবস উদযাপনে বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন কর্মসূচি বন্দরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এবং এপিবিএন, আনসার ও সিকিউরিটিদের (পিমা) স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।