কেশবপুরে সর্বজন শ্রদ্ধেয় সন্তোষ দাসের প্রয়াণে গভীর শ্রদ্ধা, শোক।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, ভ্রাম্যমান প্রতিনিধি , দৈনিক সারা দুনিয়া।


বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেশবপুর উপজেলা শাখার প্রাক্তন সভাপতি, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত লাইব্রেরিয়ান ও মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বিশিষ্ট বুদ্ধিজীবী সন্তোষ দাস (৮৫) মৃত্যুবরণ করেছেন। 

রোববার (৩ ডিসেম্বর-২৩) দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর শুনে যশোর-৬ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহীন চাকলাদার, পোর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম-সহ উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের বাড়িতে ছাত্র, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ হাজির হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। রাতে কেশবপুর মহাশ্মশানে তার শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

কেশবপুরে সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব বাবু সন্তোষ দাসের প্রয়াণে গভীর শ্রদ্ধা, শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও কেশবপুর  উপজেলা পূজা উদযাপন পরিষদের  সভাপতি শ্যামল সরকার, কেশবপুর উপজেলা নাগরিক সমাজের সভাপতি এডভোকেট আবুবক্কর সিদ্দিকী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি পঙ্কজ কুমার দাস, সাধারণ সম্পাদক অধ্যাপক (সহঃ) অসীম ভট্টাচার্য্য বাপী, কেশবপুর উপজেলা পূজা  উদ্‌যাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা পূজা  উদ্‌যাপন পরিষদের প্রচার  সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান পলাশ মল্লিক, আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 

Post a Comment

0Comments
Post a Comment (0)