পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ ডিসেম্বর-২৩) বিকেলে ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির আহব্বানে কেশবপুরের মনোহর নগর গ্রামে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক বাবুর আলী গোলদার- এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট আবুবক্কার সিদ্দিকী। সভায় বক্তব্য রাখেন, ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির সদস্য জনাব দশরথ সরকার, রুহিদাস মল্লিক, সঞ্জিত বিশ্বাস।
আরো বক্তব্য রাখেন, ডাক্তার আব্দুল গফফার, সুকুমার মন্ডল, আবুল হোসেন কালু প্রমূখ।
সভায় বক্তারা বলেন, গত দু'বছর ২৭ বিলের অধিকাংশ জমিতে বোরো আবাদ হয়নি। এলাকার মানুষ এখন কর্মসংস্থানের জন্য অন্যান্য জেলায় চলে গিয়েছেন। এ বছরও বোরো আবাদ না হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন। মানুষের দুঃখ-দূর্দশার অন্ত নেই। গবাদি পশুর খাদ্য নেই।
এ প্রেক্ষিতে সভায় সিদ্ধান্ত গৃহিত হলো যে, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে জলবদ্ধতা নিরাশনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হবে। সমগ্র বিল এলাকা ও নদী পরিদর্শন করা হবে। আগামীতে ২৭ বিল এলাকায় সভা অনুষ্ঠান করা হবে।