বিজয় দিবসের বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতার মৃত্যু, আহত দুই।

স্টাফ রিপোর্টার
0

 


মানিকগঞ্জ প্রতিনিধি, দৈনিক সারা দুনিয়া ।


বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুন ফোলাতে গিয়ে মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনোয়ার ব্যাপারী নামে এক বেলুন বিক্রেতা মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তারা মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।  



শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন।

 

নিহত আনোয়ার ব্যাপারী (৫০) ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার হারুকান্দি গ্রামের কাওছার ব্যাপারীর ছেলে। আহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে কবির হোসেন ও নিহত আনোয়ার ব্যাপারীর ছেলে সোহেল ব্যাপারী।


নিহত আনোয়ার ব্যাপারীর ছেলে সোহেল ব্যাপারী জানান, বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুন ফোলাতে ছিলাম আমি, আমার আব্বা ও কবির হোসেন। আমি সিলিন্ডার থেকে একটু দূরে ছিলাম। হঠাৎ বিকট আওয়াজ শুনে আমার আব্বার কাছে যেয়ে দেখি আব্বার পা একটা নাই। কবিরও দূরে পড়ে আছে ।আমিও পায়ের প্রচন্ড ব্যাথা পাইছি। ঘটনার ১ ঘন্টা পর সদর হাসপাতালে নিয়ে আসি। পরে হাসপাতাল থেকে পুলিশ একটা অ্যাম্বুলেন্স ঠিক করে দেয়। ঢাকা যাওয়ার পথে আব্বা মারা যায়।


মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন,  ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় ওই বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাচ্ছিলেন। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আনোয়ার ব্যাপারীর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হয় কবির ও সোহেল। আনোয়ারকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। বাকি দুজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Post a Comment

0Comments
Post a Comment (0)