কেশবপুর ইউএনও-এর মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের স্বারকলিপি প্রদান।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরের সকল সাংবাদিকদের নিরাপত্তার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকেরা কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে ওই স্মারকলিপি প্রদান করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে সংসদ সদস্য ও তার কর্মী সমর্থকরা নির্বাচনী আচারনবিধি লঙ্ঘন করার খবর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হলে কতিপয় যুবক সাংবাদিকদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন। গত শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে কেশবপুর পৌর শহরের ত্রি মোহিনী মোড়ে কেশবপুরে প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক  আব্দুলাহ আল ফুয়াদকে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়ায় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এবিষয়ে পরদিন শণিবার প্রেসক্লাবে সাধারণ সভায় ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং সিদ্ধান্ত অনুযায়ী স্মারকলিপি প্রদান হয়।

রোববার (২৪ ডিসেম্বর) স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মোতাহার হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক উৎপল দে ও আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, নির্বাহী সদস্য মেহেদী হাসান জাহিদ, শাহিনুর রহমান ও আব্দুল করিম, সদস্য তন্ময় মিত্র বাপি, কামরুজ্জামান রাজু, অলিয়র রহমান, মাসুম বিল্লাহ ও বিল্লাল হোসেন। 

এ-বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তুহিন হোসেন জানান, স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেওয়া হবে।

Post a Comment

0Comments
Post a Comment (0)