পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমীর আয়োজনে মহান বিজয় দিবস দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর সকালে শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার, সহকারী পল্লী উন্নয়ন অফিসার হংসপতি বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, শিশু একাডেমির প্রশিক্ষক ও পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জি, অলোক বসু বাপি, লোকজ একাডেমীর পরিচালক সিরাজুল ইসলাম প্রমূখ।