কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সন্তানদের পক্ষ থেকে মহান বিজয় দিবস পালন।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সন্তানদের পক্ষ থেকে সকল শহীদদের এবং জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তান বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। 

কেশবপুর উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস,এম,তৌহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মো: রশিদুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার ভদ্র, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার দফাদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন সরদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ সামছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্রনাথ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আদিত্য কুমার দত্ত, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা পরিতোষ কুমার দত্ত, বীর মুক্তিযোদ্ধা কালীপদ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা হারান কুমার নাথ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ঢালী। কেশবপুর উপজেলার মহান মুক্তিযুদ্ধের নব নির্মিত বিজয়স্তম্ভের (১৬.১২.২০২৩ খ্রিষ্টাব্দে) শুভ উদ্বোধন করেন, যশোর-০৬ এর মাননীয় সংসদ সদস্য শাহীন চাকলাদার। মহান মুক্তিযুদ্ধের নব নির্মিত বিজয়স্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সন্তান হিসেবে উপস্থিত হতে পেরে তাঁরা ধন্য হয়েছেন বলে জানান।

Post a Comment

0Comments
Post a Comment (0)