পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
"কলমই শক্তি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা সাহিত্যের অমর মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত জন্মস্থান সাগরদাঁড়ীতে নবগঠিত "সাগরদাঁড়ী প্রেসক্লাব" এর সকল নেতৃবৃন্দদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুকৃরবার (১ ডিসেম্বর) বিকালে সাগরদাঁড়ী মিউজিয়ামে সাগরদাঁড়ী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সাহিত্যিক খন্দকার খসরু পারভেজ-এর সভাপতিত্বে এবং সাগরদাঁড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামালের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাকেন, কাজী দাউদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল), যশোর।
বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান এবং প্রধান পৃষ্ঠপোষক কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান তৌহিদ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা, কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আক্তার মুকুল, সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গৌতম কুমার দত্ত।
বক্তব্য রাখেন, কবি ও সাহিত্যিক ইব্রাহিম রেজা, সাগরদাঁড়ী প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসান নাঈম, এম রহমান, আলোকচিত্র শিল্পী তাহেরুজ্জামান তাসু, নাছিম ভাই প্রমূখ।