পরেশ দেবনাথ, ভ্রাম্যমান প্রতিনিধি , দৈনিক সারা দুনিয়া।
যশোরের কেশবপুরে বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ি মধুপল্লীতে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক মধুপল্লীর ভেতর সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক স্টেক হোল্ডারদের সমন্বয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মধুপল্লীর কাস্টোডিয়ান হাসানুজ্জামান-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের অঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের অঞ্চলিক সহকারী পরিচালক গোলাম ফেরদৌস, ফিল্ড অফিসার আইরীন পারভীন, সাংবাদিক এম এ রহমান, মধুসূদন গবেষক বিশিষ্ট কবি খসরু পারভেজ প্রমূখ।
উল্লেখ্য, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারেরু মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৯৬ সালে মহাকবি’র জন্মস্থান সাগরদাঁড়ি পরিদর্শন শেষে কবির পৈত্রিক বসতবাড়ি মধুপল্লী হিসেবে ঘোষণা করেন।