পরেশ দেবনাথ, ভ্রাম্যমান প্রতিনিধি , দৈনিক সারা দুনিয়া।
যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে ২৩১তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্রোহী সাহিত্য পরিষদের নিজস্ব কার্যালয়ে শুক্রবার (৩রা নভেম্বর) ওই সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কবি ও লেখক আহমেদ রাজু-এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না ভাইয়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন "সপ্তাহে একটি বই পড়ি"-এর কর্ণধার সহকারী অধ্যাপক শাহজাহান কবির। প্রধান আলোচক ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান। আলোচক ছিলেন, কবি বীর মুক্তিযোদ্ধা ডা. আহাদ আলী, কবি এম এ কাসেম অমিয় ও কবি রাজ পথিক।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন, বিশিষ্ট গীতিকবি এ ডি এম রতন, কবি ভদ্রাবতী বিশ্বাস, কবি আহমেদ মাহবুব ফারুক, কবি কাজী নূর, কবি রেজাউল করীম রোমেল, কবি এ্যাড. মাহমুদা খানম, কবি সঞ্জয় নন্দী, কবি সানজিদা ফেরদৌস কবি ধীমান, কবি নজরুল, কবি মনিরুল ইসলাম প্রমুখ।
যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের ২৩১তম সাহিত্য সভাটি কবি ও সাহিত্যিকদের মিলন মেলায় পরিনত হয়।