পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে বিদায়কালে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। কেশবপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠান থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান অভ্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখা ও কেশবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বিদায় সংবর্ধনা জানান, সংস্থার সভাপতি শামীম আখতার মুকুল, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হোসেন ডাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, কুঠির শিল্প বিষয়ক সম্পাদক শাহানাজ পারভীন, সদস্য রবিউল ইসলাম, ইয়াসিন।
মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার ভদ্র ও বীর মুক্তিযোদ্ধা রশিদুল হক ও বীর মুক্তিযোদ্ধা সন্তান রবিউল হক রয়েল।
উল্লেখ্য, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সদ্য নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন।