ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার।

স্টাফ রিপোর্টার
1 minute read
0

 

স্থানীয় সংবাদ, দৈনিক সারা দুনিয়া।


ঢাকার ধামরাইয়ে শস্য ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা বাইশাকান্দা ইউনিয়নের কৃষ্টখালী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) পাবেল মোল্লা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, কৃষ্টখালী এলাকায় ধানক্ষেতে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধ করে তাকে অন্য কোথাও হত্যা করে মৃতদেহ রাস্তার পাশে ধানক্ষেতে ফেলে রেখে গেছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে।


ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Post a Comment

0Comments
Post a Comment (0)
Today | 14, January 2025