সাটুরিয়া ফুকুরহাটী ইউনিয়ন ভূমি অফিসে সেবার নামে অতিরিক্ত অর্থ আদায়।

স্টাফ রিপোর্টার
0

 



মো আবুবকর সিদ্দিক, সাটুরিয়া ,মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।


মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় ফুকুরহাটী ইউনিয়ন ভূমি সহকারী  কর্মকর্তা ফরিদ উদ্দিন আহাম্মেদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। 


তথ্য অনুসন্ধানে জানা যায় ফরিদ উদ্দিন  সহকারী ভূমি কর্মকর্তা অনলাইন নামজারি আবেদনের জন্য অফিসের ভিতরে সাকিবুল হাসান নামের একজন কম্পিউটার অপারেটর দিয়ে নামজারি আবেদন কথা বলে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা।  ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গেলে সরকারি নিয়মে বাহিরে

 অতিরিক্ত টাকা দিতে হয় তাকে। টাকা না দিলে বিভিন্ন তালবাহানা করে। নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় একাধিক ভুক্তভোগী জানায় সহকারী ভূমি কর্মকর্তা  ফরিদ উদ্দিন নামজারির প্রস্তাব জন্য ৫০০ শত, পরে হোল্ডিং, জোত নং খুলার জন্য ১০০০ হাজার টাকা দিতে হয় তাকে। 

যেখানে এসব সেবার জন্য সরকারি নিয়মে কোন ফী নেওয়ার নিয়ম নেই। 

সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে  ভূমি সেবার নামে সাধারণ জনগণের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা।  


কম্পিউটার অপারেটর সাকিবুল হাসান জানান আমাকে ফুকুরহাটী সহকারী ভূমি কর্মকর্তা ফরিদ উদ্দিন জনগনের সেবার জন্য অফিসে ভিতরে বসার ব্যবস্হা করে দিয়েছে।আমি তার দিকনির্দেশনা কাজ করি।


এ বিষয়ে সহকারী ভূমি কর্মকর্তা ফরিদ উদ্দিন  জানান আমি সরকারি নিয়মের বাহিরে টাকা নেই না। আমার অফিসে আমি একা কাজ করি। জনগণের সেবার জন্য অফিসে ভিতরে একজন কম্পিটার অপারেটর বসিয়েছি। সে অনলাইনে নামজারি আবেদন,ও ভূমি কর পরিশোধের জন্য অনলাইন রেজিষ্ট্রেশন জন কিছু টাকা নিয়ে থাকে।


 ফুকুরহাটী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার ফরিদ উদ্দিনের অতিরিক্ত  টাকা নেওয়ার বিষয়ে  সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান জানান সুনির্দিষ্ট প্রমাণ পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Post a Comment

0Comments
Post a Comment (0)