পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরের পাঁজিয়া সমাজ সেবক বাবুরালী গোলদার-এর পিতার প্রথম প্রয়াণ দিবস রবিবার (১৯ নভেম্বর)। কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদারের গর্বিত পিতা ইয়াকুব আলী গোলদার (৯০) বার্ধক্য জনিত কারণে শনিবার (১৯ নভেম্বর-২২) সন্ধ্যা ০৬ ঘটিকার সময় মৃত্যু বরণ করেছিলেন।
রবিবার (২০ নভেম্বর-২২) সকাল ১১ টায় পাঁজিয়া মধ্যপাড়া মিলন মসজিদের সামনে জানাজার নামাজ শেষে নিজ বাসভবন পাঁজিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল। জানাজায় নামাজ পড়িয়েছিলেন, পাঁজিয়া মধ্যপাড়া মিলন মসজিদের ঈমাম মাওলানা রমজান আলী। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে ও বহু গুণগ্রাহী ব্যক্তি রেখে গেছেন। তিনি পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশন ও কেশবপুর সমাধান সংস্থা কতৃক গর্বিত পিতা হিসাবে সনদপত্রপ্রাপ্ত হন। আজ রবিবার (২০ নভেম্বর-২৩) তাঁর পিতার প্রথম প্রয়াণ দিবস।
তাঁর জানাযায় অংশগ্রহণ করেছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমির হোসেন, সাবেক সহ-সভাপতি ও পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতি সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মনিরামপুর উপজেলার ভরতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, পাঁজিয়ার সাবেক ফুটবলার তৈনূর ইসলাম, সাংবাদিক সিদ্দিকুর রহমান, বাংলাদেশ কৃষক সমিতি, যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নুসহসহ শত শত মুসল্লী জানাযায় সেদিন শরিক হয়েছিলেন।
শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ ট্রেড ইউনয়ন সঙ্গ, যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, বিপ্লবী কমিউনিস্ট লীগ, যশোর জেলা কমিটির সদস্য সনদ বসু হরি, কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোতাহার হোসাইন, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, সাংবাদিক পরেশ দেবনাথ, সাংবাদিক সোহেল পারভেজ, সাংবাদিক ওলিয়ার রহমান, তরিকুল ইসলাম প্রমূখ।
ওই দিনে আত্মীয়-স্বজন, আপনজন, সাংবাদিক, গণপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, কবি সাহিত্যিক, ধর্মীয় নেতৃত্ব আলেম উলামাসহ সর্বস্তরের শত শত মানুষ জানাজায় অংশগ্রহণ করেছিলেন। অন্যান্য ধর্মাবলম্বীরাও তাঁর শোক জানাতে এসেছিলেন। ফেসবুক বন্ধুরাও সমবেদনা জানিয়েছিলেন। তিনি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বাবার আত্মার শান্তি কামনা ও পরিবারের জন্য আশীর্বাদ প্রার্থনা করেছেন।