কেশবপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো ৩ দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা।

স্টাফ রিপোর্টার
0

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।

 

কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকায় প্রতি বছরের ন্যায় এবছরেও উদযাপন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা।  মঙ্গলকোট ইউনিয়নের পাথরা কর্মকারপাড়া সার্বজনীন পূজা মন্দির, পার্শ্ববর্তী আলতাপোল বারইপাড়া সার্বজনীন পূজা মন্দির,  একই গ্রামে মনিশংকর দাঁ-এর বাড়িতে  শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা মন্দিরসহ বিভিন্ন মন্দিরে জাঁকজমকপূর্ণ পরিবেশে ৩ দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো এ পূজা।  

মঙ্গলবার (২১ নভেম্বর) অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছিল দেবীর আমন্ত্রণ, বুধবার (২২ নভেম্বর) সপ্তম্যাদিকল্পে নবমীবিহিত দেবীর পূজো, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় মায়েদের সিঁদুর খেলা ও সন্ধ্যা আরতি হয়েছে। আরতি প্রতিযোগিতা, খেলাধূলা, পুরস্কার বিতরণ ও সর্বশেষ দেবী বিসর্জনের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শক্তির দেবী শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজোর সমাপ্তি ঘটে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আলতাপোল বারইপাড়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য এ,কে,এম রেজওয়ানুর রহমান (টিপু), ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রাশেদুল ইসলাম, আলতপোল বারইপাড়া সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা মন্দিরের সভাপতি বিশুদেব হোড়, সহ-সভাপতি সাধন পাল, সাধারণ সম্পাদক প্রবীর দাঁ, যুগ্ম-সাধারণ সম্পাদক বাপ্পী দাঁ, ক্যাশিয়ার সাগর সেন, পাশাপাশি একই গ্রামে পারিবারিক  শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা মন্দিরের সভাপতি মনিশংকর দাঁসহ বিভিন্ন গ্রাম থেকে আগত ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। 

পাথরা কর্মকার পাড়া সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা মন্দিরের সভাপতি অরবিন্দু রায় ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল জানান, তিন দিন যাবৎ জগধাত্রী পূজা বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনসহ আরতি প্রতিযোগিতা, খেলাধূলা, পুরস্কার বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। 

Post a Comment

0Comments
Post a Comment (0)