পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে 'এসো মন ভুবনে, সত্য সুন্দর কল্যাণে' এই স্লোগানে বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)-এর আয়োজনে মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। এটি সংগঠনের ৪র্থ সাহিত্য আসর। সরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনের মানবতার কবি হেবা কামালকে এ সাহিত্য আসরটি উৎসর্গ করা হয়।
কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে শনিবার (০৪ নভেম্বর) বিকালে সাহিত্য আসরে সংগঠনের সভাপতি বাংলা একাডেমি'র, আজীবন সদস্য, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মুহম্মদ শফি-এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক লেখক ও প্রাবন্ধিক তাপস মজুমদার-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে দীর্ঘ আলোচনা করেন, সামাজিক-সাহিত্যিক- সাংস্কৃতিক সংগঠক ও গবেষক, কবি, বাংলাদেশ বেতার ও বিটিভি-কথক, গণহত্যা ও মুক্তিযুদ্ধ-গবেষক এবং জীবনজাগরণদীপ্ত সঙ্গীতশিল্পী ও ধানফুল সাহিত্য গোষ্ঠীসহ অসংখ্য সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি প্রফেসর ড, সন্দীপক মল্লিক।
বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন, চুকনগর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক কবি হাসেম আলী ফকির, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ- জামান খান, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)-এর সাধারণ সম্পাদক ও কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন, সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক কবি ইব্রাহিম রেজা, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, কবি যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কবি ও নাট্যকার দেবাশীষ চক্রবর্ত্তী, কেশবপুর সরকারী পাইলট স্কুল এণ্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক প্রবীর সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক কবি অমিয় কাশেম।
আলোচনা ও কবিতা পাঠ করেন, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতি সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, সহ-সভাপতি কবি সুব্রত বসু, পূরবী খেলাঘর আসরের উপদেষ্ঠা পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি তাপস দে, কবি বিশ্বজিৎ ঘোষ, কবি গোপাল চন্দ্র বালা, কেশবপুর উদীচী শিল্পগোষ্ঠীর কার্য্যনির্বাহী কমিটির সদস্য কবি প্রনব মণ্ডল মানব, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞানাগার সহকারী কবি দীপক বসু, কবি মাহমুূদুল মামুন, কবি আক্তারুজ্জামান, কবি মনছুর আযাদ, কবি ভদ্রাবতী বিশ্বাস, কবি আলী আহম্মদ, কবি গোবিন্দ বৈরাগী, প্রকৌশলী শুধাংশু মল্লিক, কবি আমিনুর রহমান বুলবুল প্রমূখ। অনুষ্ঠানের সাহিত্য আসরে শুরুতে ৩ নভেম্বর জেল হত্যা দিবসে শহীদ জাতীয় চার নেতাসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)-এর আয়োজনে মাসিক সাহিত্য আসর প্রতি ইংরেজি মাসের প্রথম শণিবার কলামিস্ট, কবি, সাহিত্যক, নাট্যকার লেখক, সাংবাদিকদের নিয়ে যথারীতি হয়ে থাকে।