কেশবপুর কানাইডাংগা মাঃ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকেরের বিদায় সংবর্ধনা।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুর উপজেলার ৮ নং সুফলাকাটি ইউনিয়নের কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, সাবেক চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ-এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কানাইডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে সোমবার (৩০ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কানাইডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সবুর।

বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিবৃন্দদের কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কানাইডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানকে ক্রেস্ট, স্বর্ণের চেন ও আংটি-সহ বিভিন্ন প্রকারের উপহার প্রদান করা হয়। কানাইডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও  সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ তাঁর অভিব্যক্তি প্রকাশ করতে যেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খায়রুজ্জামানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুভাষ চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, যশোর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন অফিসার জি এম মিজানুর রহমান, ৮নং সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, ৮নং সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, উপজেলা প্রাক্তন হিসাব রক্ষক কর্মকর্তা অরব্ন্দিু মন্ডল, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হাসান, রাজনগর বি এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার ব্রহ্ম, সাগরদত্তকাটি এস এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ ও নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান, নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হাসান শহিদ, প্রাক্তন প্রধান শিক্ষক আমিন উদ্দিন, আাড়ুয়া দাখিল মাদ্রাসার অবসর প্রাক্তন শিক্ষক সামছুর রহমান, কানাইডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাউদ্দিন, রিপন কুমার দাস, গৃহধরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পারভীনা খাতুন, কানাইডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক শিবপদ আইচ। 

এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কানাইডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ-সহ শিক্ষার্থীরা।

Post a Comment

0Comments
Post a Comment (0)