পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সকালে ১০ টায় চারুপীঠ একাডেমি কেশবপুর-এর আয়োজনে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থায় বিতরণ অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পাঁজিয়া গ্রামের কৃতি সন্তান লেখক, প্রাবন্ধিক, গবেষক ও সহকারী অধ্যাপক ও চারুপীঠ একাডেমির সহ-সভাপতি তাপস মজুমদার-এর সভাপতিত্বে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ৫০টি গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে ওই গাছের চারা বিতরণ করেন, চারুপীঠ একাডেমি'র পরিচালক সাংবাদিক ও সমাজ সেবক উৎপল দে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ও ইউপি সদস্য আব্দুর রহিম।
প্রতিবন্ধীদের মাঝে আম, পেয়ারা ও বীজবিহীন কাগজি লেবুর চারা বিতরণ করা হয়।
সদস্যরা মহানন্দে গাছের চারা গ্রহন করে এবং বলে, "গাছের চারা রোপন করবো, ফল পেড়ে আমরা খাবো"। গাছের চারা দানকারীকে তারা আন্তরিক অভিনন্দন জানিয়েছে।