কেশবপুর সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে পুলিশ সুপারের পরিদর্শন।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুর সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেন, পুলিশ সুপার (সার্কেল) সুজা মামুন।

সোমবার (১৬ অক্টোবর-২৩) সমাজের পিছিয়ে পড়া, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কেশবপুরের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, সাবেক এমএনএ প্রয়াত সুবোধ মিত্র নামীয় 'সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়' পরিদর্শনে আসেন আশেক সুজা মামুন, সহকারী পুলিশ সুপার (সার্কেল)। 

তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে-ফিরে দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয় চত্বরে কয়েকটি বৃক্ষ রোপণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন, সুবোধ মিত্র কল্যাণ ফাউন্ডেশনের সদস্য সচিব ও প্রয়াতের পূত্র এ্যাডভোকেট মিলন মিত্র, অবসরপ্রাপ্ত শিক্ষক মাষ্টার ওয়াজেদ আলী, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)-এর সাধারণ সম্পাদক ও কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন, কেশবপুর পরিত্রান সংস্থার প্রোগ্রাম অফিসার দলিত নেতা উজ্জ্বল দাস, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন বিশ্বাস, বাসার খান, সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ। তাঁর আগমনে বিদ্যালয় কতৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন।


Post a Comment

0Comments
Post a Comment (0)