পরেশ দেবনাথ, ভ্রাম্যমান প্রতিনিধি , দৈনিক সারা দুনিয়া।
চুকনগরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, দেখা মেলেনি বিএনপি-জামায়াতের। চুকনগর বিএনপি জামাতের অবৈধ অবরোধের প্রতিবাদে এবং দেশে আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস, হত্যা, নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে চুকনগর স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে ওই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও জামায়াতের ডাকা মঙ্গলবার থেকে তিন দিনের অবরোধে প্রথম দিনে চুকনগরে যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো। কোন সহিংসতার ঘটনা ঘটেনি। আওয়ামিলীগ শান্তি সমাবেশ করেছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে চুকনগর বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশে আটলিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান দুলু-এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলাম-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামান, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়ামের সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও চুকনগর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য জামিল খান, ডুমুরিয়া উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম ফারুক হোসেন, চুকনগর গণহত্যা একাত্তর স্মৃতি রক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ও চুকনগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক গোবিন্দ কুমার ঘোষ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, আটলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতাপ কুমার রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার অহিদুল ইমলাম-সহ আওয়ামীলীগ ও তার সকল অংগ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সারা দেশে বিএনপি-জামায়াতের তিন দিনের অবরোধের ঘোষনায় প্রথম দিনে চুকনগরে কোনপ্রকার প্রভাব দেখা যায়নি।