মানিকগঞ্জ থেকে ,দৈনিক সারা দুনিয়া।
মনিকগঞ্জের সাটুরিয়ায় একটি জ্বালানি তেলের গুদামে আগুন লেগে পুরে ছাই হয়ে গেছে দোকানের সবকিছু। পুরে গেছে দোকান মালিকের সব স্বপ্ন।
জানা যায় গতকাল সন্ধ্যার দিকে জ্বালানি তেল ব্যবসায়ী খোরশেদ আলমের গুদামে এই আগুন লাগে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাটুরিয়া ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দেড় ঘন্টার পর রাত আনুমানিক ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এসময় ঐ গুদামে রাখা পেট্রোল, অকটেন ও ডিজেল ভর্তি ১২০ ড্রাম, নগদ দেড় লক্ষ টাকা, গুদাম ঘর ও পার্শবর্তি একটি রাইস মিল সম্পূর্ন পুড়ে যায়।
ফুকুরহাটি ইউনিয়ন চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার সময় আহত হন জ্বালানি তেল ব্যবসায়ী খোরশেদ আলম। তাকে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান।
খোরশেদ আলমের প্রতিবেশী আব্দুর রহিম ঠান্ডু বলেন, গুদামের পাম্প মেশিন দিয়ে তেল খালাশের সময় এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়।
সাটুরিয়া ফায়র সার্বিসের টিম লিডার ইদ্রিস আলী বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বলেন, এখন পর্যন্ত আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক করতে পারি নাই। তেলের ড্রাম গুলি রাতে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ যানাযাবে।
এলাকাবাসী ও গোপন সূত্রে জানা গেছে গুদামের মালিক খোরশেদ আলম দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই তেল মজুদ ও বিক্রী করে আসছিল ।