কেশবপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


“নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” এই প্রতিপাদ্য-কে-কে সামনে রেখে কেশবপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। বণ্যাঢ্য আয়োজনে দিবসটি  উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও ১নং ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সচিব ইমরান শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, কেশবপুর সরকারী ডিগ্রী কলেজের অধ্যাপক এনায়েত হোসেন,, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবির প্রমুখ। 

সভায় প্রত্যেকটি এলাকার মানুষের নির্ভুলভাবে জন্ম-মৃত্যু নিবন্ধন করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 

অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের সচিব, উদ্যোক্তা, গ্রামপুলিশগণ-সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)