কেশবপুরে অপ্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।

কেশবপুরে অপ্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলা বিআরডিবি অফিসের আয়োজনে দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ বুধবার (১১ অক্টোবর) বিকালে সম্পন্ন হয়েছে। 

উপজেলা বিআরডিবি হলরুমে ৪০ জন কৃষক ওই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড যশোর অঞ্চলের উপ- পরিচালক কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোছাঃ মাহমুদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা বিআরডিবি অফিসার সুজন চন্দ্র চন্দ, যশোর অঞ্চলের শস্য উন্নয়ন কর্মকর্তা রাহিদুল কবির ও জয়ন্ত কুমার পাল, সহকারী উপজেলা বিআরডিবি অফিসার আবুল খায়ের, প্রকল্পের ফিল্ড অফিসার মাহবুর রহমান ও সাংবাদিক এস আর সাঈদ।


Post a Comment

0Comments
Post a Comment (0)