দূর্ঘটনা, আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক সারা দুনিয়া।
জিম্বাবুয়েতে বিমান বিধ্বস্ত হয়ে ছেলেসহ ভারতীয় এক ধনকুবের নিহত হয়েছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয়। সোমবার (২ অক্টোবর) পিটিআিইয়ের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিহত ওই ধনকুবেরের নাম হলো হরপাল রনধাওয়া। তিনি জিম্বাবুয়েতে খনির ব্যবসা করতেন। রিওজিম মাইনিং কোম্পানির মালিক তিনি। আর তার ছেলে আমের রনধাওয়া একজন পাইলট ছিলেন।
সংবাদমাধ্যম জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে ধনকুবেরের মালিকানাধীন ব্যক্তিগত বিমান সেসনা ২০৬। এ সময় বিমানে ছয়জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন। এ ধনকুবের ছাড়াও সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা হোপওয়েল চিনওনো ওই সময় বিমানে ছিলেন।
দ্য হেরাল্ড পত্রিকা পুলিশের বরাতে জানিয়েছে, দুর্ঘটনার সময় হারারে থেকে মুরোভা এলাকায় একটি হীরার খনিতে যাচ্ছিলেন তারা। এ সময় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যার কারণে উড়ন্ত অবস্থায় বিস্ফোরণ ঘটে।
হরপালের বন্ধু চলচ্চিত্র নির্মাতা হোপওয়েল চিনোনো এক্সে (সাবেক টুইটার) এই দুর্ঘটনা নিয়ে পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, উড়োজাহাজ দুর্ঘটনায় হরপালের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
আমি তার স্ত্রী, পরিবার, বন্ধুবান্ধব এবং রিওজিম কমিউনিটিকে সমবেদনা জানাচ্ছি। সূত্র: দেশে বিদেশে