কেশবপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে "আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি"এই প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২২ অক্টোবর (রবিবার) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেশবপুর উপজেলার নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন-এর সভাপতিত্বে নিরাপদ সড়ক চাই (নিচসা) কেশবপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ হারুনর রশীদ বুলবুল-এর সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সাংবাদিক এস,আর সাঈদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই (নিচসা) কেশবপুর উপজেলা শাখার সদস্য আবুল কালাম মিন্টু, গোলাম ফারুক বাবু।

অনুষ্ঠান উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার, কুঠির শিল্প বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য শাহানাজ পারভীন, নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সদস্য সচিব শরিফুল ইসলাম, সদস্য প্রভাষক আবুল কালাম আজাদ, সাংবাদিক আব্দুল করিম, সুশান্ত মল্লিক, আলমগীর হোসেন, তাহমিনা পারভীন আসাদুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও নিরাপদ সড়ক চাই কেশবপুর শাখার নেতৃবৃন্দ।

Post a Comment

0Comments
Post a Comment (0)