কেশবপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন উপকারভোগীরা।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন সকল ইউনিয়নের উপকারভোগীরা। সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবির দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে বর্তমান সরকার গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে কেশবপুরের প্রত্যক্ষ উপকারভোগী জনসাধারণের পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে বিভিন্ন উপকারভোগিরা তাদের উপকার সম্পর্কে অনুভূতি ব্যক্ত করেন। 

কর্মকর্তারা জানান, কেশবপুরে ১ লক্ষ ৪৩ হাজার ৬শ'৫৪ জন উপকারভোগী রয়েছে।

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে কেশবপুর সরকারী ডিগ্রি কলেজ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন-এর সভাপতিত্বে এবং সহকারী উপজলা শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমাদর, প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম, পুলিশ সুপার, যশোর, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুুল ইসলাম, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামিলীগের সভাপতি এস,এম রুহুল আমিন। 


উপকারভোগীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন, মোহাম্মদ রবিউল ইসলাম, হযরত আলী গাজী, ভক্তি রানী রাহা, কামনা রানী মল্লিক, আব্দুস সালাম,  আব্দুস সামাদ, আবুল কাশেম সরদার, মাধব বর্মন, জান্নাতুল এলিন মুন, হাজিরা বেগম, বীর মুক্তিযোদ্ধা এস,এম তোহিদুজ্জান, শিক্ষক হযরত আলী, শিক্ষক উজ্জ্বল ব্যানার্জি, খাদিজা বেগম, আরতি সাহা, মঞ্জু রাণী বিশ্বাস, তাজমিন নাহার প্রমূখ। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলন, সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কল) আশেক সুজা মামুন, উপজলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমীর হােসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা প্রমূখ। 

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে বিধবাভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধি ভাতা, গর্ভবতী মা-দের ভাতা, মুক্তিযােদ্ধা ভাতা, ভিজিএফ ভাতাসহ এলাকার সকল সরকারী উপকারভােগী, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং সরকারী-বে-সরকারী প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হলে কলেজ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারবৃন্দ, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, প্রশাসনের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। , আওয়ামীলীগের নেতৃবৃন্দ, প্রশাসনের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।


Post a Comment

0Comments
Post a Comment (0)