পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরের মঙ্গলকোট বাসস্ট্যান্ড বাজারে একই রাতে দুই ওষুধের দোকানে চুরির ঘটনায় জরুরী ভিত্তিতে আইন-শৃঙ্খলা বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়।
বাজার কমিটির সভাপতি আব্দুল খালেক মোড়ল-এর সভাপতিত্বে রোববার (১৫ অক্টোবর) রাতে বাসস্ট্যান্ড চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়।
বাজার কমিটির সদস্য রেজাউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, মঙ্গলকোট ইউনিয়ন বিট পুলিশিং এর এস আই আবুল হোসেন।
আলোচনা করেন, বাজার কমিটির উপদেষ্টা ও মঙ্গলকোট বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবুল হোসেন বিশ্বাস, ডাঃ আব্দুস সাত্তার বিশ্বাস, বিশিষ্ঠ ব্যবসায়ী ও মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ হালদার, আমিনুল ইসলাম খান, মহাতাব উদ্দীন সরদার, কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দীন সরদার, ডাঃ নজরুল ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী ও মঙ্গলকোট বাসস্ট্যান্ড সার্বজনীন দূর্গা পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব দাস, ব্যবসায়ী সোহেল খান, জোবান আলী প্রমূখ। প্রধান অতিথি বাজারে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্ন পরামর্শ দেন।
চুরির ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলকোট গ্রামের সোহাগ মোড়ল (২৮) ও তার ভাই সোহেল মোড়ল (৩০) আহত হয়ে রোববার কেশবপুর হাসপাতালে চিকিৎসা নেন। সোহেল মোড়ল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী আসলেও ভাই সোহাগ মোড়ল হাসপাতালে আছে বলে জানান, মঙ্গলকোট বাসস্ট্যাণ্ড বাজার কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দীন সরদার।