কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

পরেশ দেবনাথ, ভ্রাম্যমান প্রতিনিধি , দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৮ অক্টোবর) বিকেলে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন-এর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেশবপুর উপজেলার সভাপতি বিশিষ্ঠ সাংবাদিক শ্যামল সরকার, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার ৯৮ টি পূজা  মন্দিরের সভাপতি/সম্পাদকের নিকট সরকারি অনুদানের নগত অর্থ বিতরণ করা হয়। চাউল বাবদ ১৯ হাজার এবং এমপি মহোদয়ের নিজস্ব তহবিল থেকে ১ হাজার টাকা অনুদান বাবদ প্রত্যেক মন্দির কমিটিকে মোট ২০ হাজার টাকা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার সাদেক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ - দপ্তর সম্পাদক মনোজ কুমার তরফদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পঙ্কজ দাস, সাধারণ সম্পাদক অসীম ভট্টাচার্য বাপী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেনসহ উপজেলার বিভিন্ন পূজা মন্দিরের সভাপতি-সম্পাদকবৃন্দ।

Post a Comment

0Comments
Post a Comment (0)