কেশবপুরে আসন্ন দূর্গাপুজা উপলক্ষে থানা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে পুজা মন্দির কমিটির নেতৃবৃন্দদের সাথে থানা পুলিশের আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (০১ অক্টোবর) বিকেলে কেশবপুর থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে ওই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান-এর সভাপতিত্বে এবং কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ তারিকুল ইসলাম-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন-সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায় ও প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক।

বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম প্রমুখ। এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পঙ্কজ কুমার দাস, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক অসীম কুমার ভট্টাচার্য্যসহ পুজা মন্দির কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, শারদীয় দূর্গাপুজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুজা মন্দির কমিটির সঙ্গে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার বিশেষ প্রয়োজন।

 তিনি জানান, প্রত্যেকটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, অশ্লীল ডিজে গান বাজনা থেকে বিরত থাকা, স্বেচ্ছাসেবক কমিটি গঠন, কেশবপুর শহরকেন্দ্রিক যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা, সন্ত্রাসী কর্মকান্ড ও উশৃঙ্খলা যাতে না হয় এবং মন্দিরের আশেপাশে মাদকদ্রব্যের ব্যবহার বন্ধে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)