বিষ্ণু দেব বিশ্ব , জেলা প্রতিনিধি,গাইবান্ধা, দৈনিক সারা দুনিয়া।
গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেনের সার্বিক দিক নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানার নেতৃত্বে চোর দলের সংঘবদ্ধ সক্রিয় সদস্য ১। মোঃ কাফিউজ্জামান ওরফে রেজভী(২৮) পিতা- মোঃ বাদশা মিয়া সাং পূর্ব জগন্নাথপুর বকুলতলা ২। মোঃ রাশেদ মিয়া(২৩) পিতা- মোঃ বাবুল হোসেন সাং- কাজীপাড়া, উভয়ের থানা- বিরামপুর, জেলা দিনাজপুর দ্বয়কে গ্রেফতার করে তাদের হেফাজত হইতে চুরি হওয়া লুণ্ঠিত পুরাতন ছাপানো ৭০০ কেজি প্রেসের প্লেট উদ্ধার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।
উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর -২০২৩ ইং তারিখে রাত্রী বেলায় গাইবান্ধা শহরের সার্কুলার রোড (তাজ হল সংলগ্ন) বাঁধন অফসেট প্রিন্টিং প্রেসের তালা ভাঙ্গিয় অঙ্গাতনামা চোর ভেতরে প্রবেশ করিয়া পুরাতন ছাপানো ৭০০ কেজি প্লেট যাহার আনুমানিক মূল্য ২.০০.০০০/- (দুই লক্ষ) টাকা চুরি করিয়া নিয়ে গিয়েছে মর্মে প্রেসের মালিক এম.এম. মাহবুবে সোবাহানী বাদী হইয়া গাইবান্ধা সদর থানায় অজ্ঞাত নামা আসামী দিয়ে একটি মামালা দায়ের করেন।
পরে পুলিশ সুপার কামাল হোসেনের দিক নির্দেশনায় মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআাই (নিঃ) মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক এর সহযোগিতার ব্যাপক তদন্ত করিয়া প্রেসের মেশিনম্যান কাফিউজ্জামান রেজভী কে মামলার বিষয়ে জিঙ্গাশাবাদ করিয়া জানিতে পারে রেজভী ২ নং আসামী রাশেদ মিয়া সহ উক্ত প্লেট গুলো চুরি করিয়া আসামী রাশেদ মিয়ার বসত ঘরের ভিতরে রাখে।
পরবর্তীতে ১১ অক্টোবর বুধবার পুলিশ রেজভীকে সহ অভিযান পরিচালনা করিয়া ২ নং আসামী রাশেদ কে গ্রেফতার করিয়া তাদের সনাক্তক মতে চুরি যাওয়া পুরাতন ছাপানো ৭০০ কেজি প্লেট ২নং আসামী রাশেদ এর বসত ঘর হইতে উদ্ধার করেন গাইবান্ধা সদর থানা পুলিশ।
আজ( ১২ অক্টোবর) বৃহস্পতিবার সকালে গাইবান্ধা সদর থানায় সংবাদ সন্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, এসময় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্য বৃন্দ।