কেশবপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত ।

স্টাফ রিপোর্টার
1 minute read
0

 


পরেশ দেবনাথ, ভ্রাম্যমান প্রতিনিধি , দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।  


শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০ টা থেকে রাত ৭টা পর্যন্ত সাগরদত্তকাটি উত্তরপাড়া ঈদগাহ  মাঠে উপজেলার ঐতিহ্যবাহী পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি উত্তরপাড়া যুব সংঘের উদ্যোগে ওই হাডুডু খেলার আয়োজন করা হয়।

খেলায় খুলনার-ফুলতলা, কাশিপুর, মনিরামপুর উপজেলার-কাঠিয়াডাঙ্গা, হায়াতপুর, কেশবপুর উপজেলার-ডাঙ্গাবুড়ুলী, সাতবাড়িয়া, হদ ও মাগুরখালী একাদশ এই ৮ টি দল খেলায় অংশ গ্রহণ করে। বিশিষ্ট ব্যবসায়ী হারুনার রশিদের সভাপতিত্বে ও মাষ্টার রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে হাডুডু খেলার শুভ উদ্বোধন করেন ৭নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন।


সন্ধ্যায় খেলার ফাইনালে উপজেলার ডাঙ্গা বুড়ুলী দল ২-০ গোলের ব্যবধানে হদ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় চ্যাম্পিয়ন দল ডাঙ্গা বুড়ুলী দলকে একটি ফ্রিজ ও রানার্স আপ হদ দলকে একটি এলইডি মনিটর পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং পাঁজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও  ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, বিশিষ্ঠ ব্যবসায়ী রিয়াজ লিটন, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, মহিলা  ইউপি সদস্য সালমা বেগম, বিশিষ্ট ঘের ব্যবসায়ী হরেন্দ্র নাথ সরকার, ভবেন মন্ডল, ইমারত শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ।

হাডুড ফাইনাল খেলায় প্রধান রেফারি দায়িত্বে ছিলেন, শওকত হোসেন, সহকারী রেফারি দায়িত্বে ছিলেন, জিয়াউর রহমান, এনায়েত হোসেন, আব্দুল কাদের, রুহুল আমিন। খেলায় ধারা বর্ননায় ছিলেন, শিক্ষক রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও মহির উদ্দীন মাহী। 

খেলায় ডাঙ্গাবুড়ুলী দলের টাইগার কবির ছিল বিশেষ আকর্ষণ। ফাইনাল খেলা দেখতে আসেন কেশবপুর উপজেলা সহ বিভিন্ন উপজেলার হাজার হাজার দর্শক।

Post a Comment

0Comments
Post a Comment (0)