পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে "শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি" এই প্রতিবাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (০২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি কেশবপুরের যৌথ আয়োজনে শোভাযাত্রা, আমার কথা শোনো, শীর্ষক আলোচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি, দেশের গান প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বাংলাদেশ শিশু একাডেমির শিশু শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন- এর সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শংকর বিশ্বাস, পরিত্রাণ-এর প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার দাস, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সাংবাদিক এস আর সাঈদ।