কেশবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উদযাপন।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


"অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা শুক্রবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। 

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম.এম. আরাফাত হোসেন-এর সভাপতিত্বে এবং ফায়ার ব্রিগেড-এর ইনসপেক্টর শংকর বিশ্বাস-এর সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর পৌরসভার চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইচ চেয়ারম্যান নাছিমা সাদেক, কেশবপুর ডিগ্রি কলেজের প্রভাষক এনায়েত আলী ও সাংবাদিক এস,আর সাঈদ প্রমূখ। ফায়ার ব্রিগেড-এর ইনসপেক্টর শংকর বিশ্বাসের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্রিকান্ড বিষয়ক মহড়ার কিছু অংশ দেখান হয়।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা, ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ-সহ  বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Post a Comment

0Comments
Post a Comment (0)