পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে মঙ্গলকোট ইউনিয়নে কিশোরীদের একদিনের সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে ইউনিয়নের মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হংশপতি বিশ্বাস।
বিদ্যালয়ের ১০০ জন কিশোরীকে ওই প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারী সকলকে বিভিন্ন উপকরণ তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।