মানিকগঞ্জে ভাগ্নের ইটের আঘাতে খালার মৃত্যু।

স্টাফ রিপোর্টার
0

 

মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।

মানিকগঞ্জ পৌর এলাকার  বাড়িতে যাওয়ার রাস্তা নিয়ে ঝগড়ার জেরে ভাগ্নের হাতে খুন হয়েছেন খালা আরিফা বেগম (৪০)।বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ পৌর এলাকার বড়াই গ্রামে এমন দুঃখজনক এঘটনা ঘটে বলে জানা যায়।

 এঘটনায় হত্যাকারী আলমগীর হোসেন (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আসামীকে আদালতে সোর্পদ করা হয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে নিহত আরিফা বেগম ওরফে আরুনী স্বামীর সাথে বিচ্ছেদের পর ছেলে ও মেয়েকে নিয়ে প্রায় দশ বছর ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। 

এ দিকে আলমগীর তার বাবা আব্দুল মালেকের মৃত্যুর পর মা বিমলা বেগমের সাথে একই বাড়িতে অবস্থান করছিল। পৃথক ঘরে বসবাস করলেও বাড়িতে যাবার রাস্তা নিয়ে দুই বোনের সাথে প্রতিনিয়ত ঝগড়া হতো। 

বৃহস্পতিবার সকালে দুই বোনের ঝগড়ার এক পর্যায়ে আলমগীর তার খালা আরুনী বেগমকে ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুরে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


এ ঘটনায় নিহত আরিফা বেগমের ছেলে সুমন মিয়া বাদী হয়ে হত্যাকারী আলমগীর ও তার মা বিমলা বেগমকে আসামী করে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরি (জাবরা) এলাকা থেকে মামলার প্রধান আসামী হত্যাকারী আলমগীরকে গ্রেফতার করে।


মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার জানান,  হত্যার ঘটনায় মামলা হলে অভিযান চালিয়ে দ্রুত সময়ের মধ্যে আসামীকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে আসামীকে আদালতে সোর্পদ করা হয়েছে।

Post a Comment

0Comments
Post a Comment (0)