পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর প্রতিনিধি, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে 'এসো মন ভুবনে, সত্য সুন্দর কল্যাণে' এই স্লোগানে বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)-এর আয়োজনে মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে শনিবার (০২ সেপ্টেম্বর) বিকালে সাহিত্য আসরে সংগঠনের সভাপতি বাংলা একাডেমি'র, আজীবন সদস্য, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মুহম্মদ শফি-এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক লেখক ও প্রাবন্ধিক তাপস মজুমদার-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন, কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ঠ কলামিস্ট সামসুজ্জামান, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)-এর সাধারণ সম্পাদক, কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন, কেশবপুর প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি আজিজুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী।
কবিতা পাঠ ও আলোচনা করেন, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতি সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, পাঁজিয়া পূরবী খেলাঘরের সভাপতি, পাঁজিয়া সমাজ কল্যান সংস্থার পরিচালক বাবুরালী গোলদার, কেশবপুর উদীচী শিল্পগোষ্ঠীর কার্য্যনির্বাহী কমিটির সদস্য কবি মানব মণ্ডল, অনার্স ২য় বর্ষের ছাত্র কবি অপু দেবনাথ, কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য উত্তম কুমার দাস প্রমূখ। উল্লেখ্য, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)-এর আয়োজনে মাসিক সাহিত্য আসর প্রতি ইংরেজি মাসের প্রথম শণিবার কলামিস্ট, কবি, সাহিত্যক, লেখক, সাংবাদিকদের নিয়ে যথারীতি হয়ে থাকে।