কেশবপুরে নিরাপদ সড়ক চাই-এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


যশোরের  কেশবপুরে "আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি", “মুজিব বষের শপথ, সড়ক করবো নিরাপদ" "পথ যেন হয়, শান্তির মৃত্যুর নয়-এই প্রতিবাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

কেশবপুর নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে কেশবপুর নিউজ ক্লাবে নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সভাপতি হারুনার রশীদ (বুলবুল)-এর সভাপতিত্বে এবং সদস্য আবুল কালাম আজাদের সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুশান্ত কুমার মল্লিক, আব্দুল করিম, মাসউদ হাসান, ইউছুফ আলী, শাহানাজ পারভীন, আছিয়া আক্তার, শফিকুল ইসলাম অপু, হাফিজুর রহমান, চম্পা মণ্ডল,  শরিফা খাতুন (মধু) প্রমূখ। আগামী ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস- ২০২৩ উদযাপন করা হবে বলে আলোচনা সভায় সিদ্ধান্ত  গ্রহন করা হয়। পরে কেশবপুর গাজীর মোড় চত্ত্বরে পথচারীদের মাঝে সচেতনামূলক নির্দেশনা লিপলেট বিতরণ করা হয়। 

সচেতনামূলক নির্দেশনাগুলোর মধ্যে, মাক্স ব্যবহার করুণ, মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হবেন না, রাস্তায় চলাচলের সময় ডান পাশ দিয়ে হাটুন, আমি আপনি সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমে যাবে, গাড়িতে উঠে ড্রাইভারকে কখনো তাড়াতাড়ি চালাতে বলবেন না, বাসের ছাদে বা অতিরিক্ত যাত্রী হিসেবে গাড়িতে উঠবেন না, ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং উল্টাপথে চলা থেকে বিরত থাকুন, ট্রাফিক আইন, রোড সাইন না মেনে গাড়ি চালাবেন না, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না, হেলমেট ছাড়া ও ফুটপাত দিয়ে গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে ব্রেক, লাইট, হর্ণ চেক করুন, ঘুম চোখে/অসুস্থ/মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলবেন না, প্রশিক্ষণবিহীন হেলপার দ্বারা গাড়ি চালাবেন না, অতিরিক্ত যাত্রী বা মালামাল বোঝাই করা/বাসের ছাদে বা ট্রাকের উপর যাত্রী উঠাবেন না, রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ জেব্রাক্রসিং ব্যবহার বিধি মেনে চলুন, গাড়ির জানালার বাইরে মাখা, হাত-পা রাখবেন না, যত গতি, তত ক্ষতি। তাই অতিরিক্ত গতি পরিহার করুন, জরুরী প্রয়োজনে ফোন করুন ৯৯৯ নম্বরে, আগামী ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করুন।


Post a Comment

0Comments
Post a Comment (0)